চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার দুপুরে জেলা জামায়াত অফিসে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। এদিকে জামায়াতের দলীয় সূত্র জানায়, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াত নেতা মো. লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।
যোগদানকারী ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শ্রী সুকুমার পরামানিক, সুমন কর্মকার, শ্রী চন্দন দাশ, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, সতীশ মন্ডল, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সিতু মন্ডল, সুমল দলন মন্ডল, মন্টু লাল চৌধুরী, বাবলু মন্ডলসহ অন্যরা।
এ ব্যাপারে জামায়াত নেতা মো. লতিফুর রহমান বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন