জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পরেও কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, সেই প্রশ্নে সরব হলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। তার ডাকে সাড়া দিয়ে রবিবার মহারাষ্ট্র জুড়ে 'সিঁদুর প্রতিবাদে' নামেন দলের নেতা-কর্মীরা।
তারই অংশ হিসেবে মুম্বাইয়ে একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে টিভি সেট ভেঙে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের তীব্র বিরোধিতা করলেন উদ্ধবসেনার নেতা আনন্দ দুবে।
গতকাল, রবিবার আবু ধাবিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ চলাকালীন এই প্রতিবাদ জানান তিনি। উদ্ধবসেনার মুখপাত্র আনন্দ দুবে ক্রিকেট ব্যাট দিয়ে একটি টিভি সেট ভেঙে দেন। আশেপাশের সমর্থকদের স্লোগান ছিল, আমরা ক্রিকেটের বিরুদ্ধে নই, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে।
টিভি ভাঙার পর আনন্দ দুবে বলেন, আমরা এই ম্যাচ দেখতে চাই না। টিভিতে এই ম্যাচ দেখানো বন্ধ করার দাবি জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদীদের দেশ। বিসিসিআই এবং আইসিসি-র কাছে আমাদের বার্তা হল, ১৪০ কোটি ভারতীয়ের আবেগ নিয়ে ছেলেখেলা করার অধিকার আপনাদের নেই।
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে শনিবারের পর রবিবারও তার সোশ্যাল মিডিয়া পোস্টে এই ম্যাচের তীব্র বিরোধিতা করেন। তিনি লেখেন, বিসিসিআই ভারত-বিরোধী হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে খেলার জন্য এই আগ্রহ কেন? টিভি রাজস্ব পাওয়ার লোভেই কি? পাকিস্তান ভারতে এশিয়া কাপ বয়কট করতে পারলে বিসিসিআই তা পারল না কেন?
বিডি প্রতিদিন/নাজমুল