চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে এক নবজাতককে মৃত ভেবে দাফন করতে দিয়ে চলে যায় অজ্ঞাত ব্যক্তি। দাফনকারী ব্যক্তি মৃত নবজাতকের দাফনের প্রস্তুতি নিতে গেলে হঠাৎ শিশুটি নড়েচড়ে ওঠে। এতে দাফনকারী হঠাৎ চমকিয়ে ওঠেন এবং বুঝতে পারেন শিশুটি এখনো জীবিত রয়েছে। এই নবজাতককে পেতে ইতোমধ্যে ১৩ দম্পতি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছে।
ঘটনাটি রবিবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার গৌরে গরিবা পৌর কবরস্থানে ঘটেছে। দাফনকারী ব্যক্তি শিশুটিকে জীবিত দেখে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা নবজাতকটিকে দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার শিশুটিকে পরীক্ষা করে জীবিত দেখতে পান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নবজাতক হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে।
পৌর কবরস্থানের পাহারাদার শাহজাহান বলেন, দুপুরে ৩০/৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টুনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে আমাদের দ্রুত কবরস্থ করতে বলেন। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে ওঠে শিশুটি।
হাসপাতালের এনআইসিইউ'র কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নবজাতকের আজই জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। নবজাতকটি ছেলে সন্তান বলে নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালে অবস্থানরত সাংবাদিকরা জানান, নবজাতকটিকে এখনো পর্যন্ত কেউ এসে নিজের ঔরসজাত হিসেবে দাবি করেনি। অপরদিকে নবজাতককে পেতে ইতোমধ্যে ১৩ দম্পতির আবেদনের প্রেক্ষিতে তাদের তালিকাও তৈরি করা হয়েছে। আমেরিকা প্রবাসীসহ নিঃসন্তান দম্পতিও রয়েছে এই তালিকায়। তবে কাকে দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই উপযুক্ত ব্যক্তির হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে বলে তারা মনে করেন।
বিডি প্রতিদিন/এএম