ঘরের মাঠ অ্যানফিল্ডে হতাশার আরেকটি রাত পার করল লিভারপুল। ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে অলরেডরা।
ক্রিস্টাল প্যালেসের জয়ের নায়ক সেনেগালের তারকা ফরোয়ার্ড ইসমাইলা সার। প্রথমার্ধেই জোড়া গোল করে লিভারপুলকে ব্যাকফুটে ফেলে দেন তিনি।
ম্যাচের শেষ দিকে ইয়েরেমি পিনোর গোলে প্যালেসের জয় নিশ্চিত হয়।
ম্যাচের ৪১ মিনিটে জো গোমেজের ভুলে সুযোগ পেয়ে যান সার। নিখুঁত শটে জালে বল জড়ান তিনি। যোগ করা সময়ে পিনোর সঙ্গে চমৎকার পাস বিনিময় করে দ্বিতীয় গোলটি করেন সার।
দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিতই দেখাতে পারেনি। বরং ৭০ মিনিটে তরুণ ডিফেন্ডার আমারা নেলো ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক দৌড়ে এসে গোল করে ব্যবধান ৩-০ করেন পিনো।
এই জয়ে শেষ চার ম্যাচে তৃতীয়বার লিভারপুলকে হারাল প্যালেস। একই সঙ্গে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল তারা।
বিডি প্রতিদিন/কেএ