ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন সাইনিংগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ব্রায়ান এমবুমো। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে এখন মুগ্ধ ক্লাবের কিংবদন্তি ওয়েইন রুনি। শুরুতে তার যোগদান নিয়ে সংশয় থাকলেও, সময়ের সঙ্গে এমবুমো রুনির আস্থা জয় করেছেন।
ব্রেন্টফোর্ড থেকে ৭ কোটি পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দিয়ে দলে নেয় ইউনাইটেড। দলের জার্সিতে ইতিমধ্যে দারুণ ছন্দে আছেন এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৫ গোল। সেই ম্যাচে তার নৈপুণ্যে জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ঐতিহাসিক জয়েও (২০১৬ সালের পর প্রথম) প্রথম গোলটি ছিল এমবুমোর।
‘দ্য ওয়েইন রুনি শো’-তে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন,'শুরুতে আমি কিছুটা অনিশ্চিত ছিলাম এমবুমোকে নিয়ে। তবে সে দেখিয়েছে, সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হওয়ার যোগ্য। তার প্রাণশক্তি, পরিশ্রম আর মানসিকতা এসবই তাকে আলাদা করে তুলেছে।'
রুনি আরও যোগ করেন, 'অবশ্যই (মাথেউস) কুইয়াও ভালো পারফর্ম করছে, কিন্তু এমবুমোই সবচেয়ে ধারাবাহিক। আপনি যদি নিয়মিত সুযোগ তৈরি করেন, সঠিক জায়গায় থাকেন গোল আসবেই। গত মৌসুমে সে ব্রেন্টফোর্ডের হয়ে ২০টি গোল করেছিল, আর এবারও দুর্দান্ত শুরু করেছে।'
রুনির মতে, বর্তমান ইউনাইটেড দলে এমবুমোই সবচেয়ে সফল নতুন সাইনিং। তিনি আরও বলেন, 'এই মুহূর্তে এমবুমোর আত্মবিশ্বাস তুঙ্গে। আশা করি, এটা অব্যাহত থাকবে। কারণ, এখন পর্যন্ত সে-ই ইউনাইটেডের সেরা সাইনিং।'
ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের শীর্ষে আছে ২২ পয়েন্ট সংগ্রহ করা আর্সেনাল।
বিডি প্রতিদিন/মুসা