নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খুলনার রূপসায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রুপসা উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শান্ত (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮), জাহিদ (৩৫), ইমরান শেখ (৩০)। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে খুলনা-৪ আসনে বিএনপির দুইজন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষরা বিএনপি নেতা পারভেজ মল্লিককে অবরুদ্ধ ও তার সমর্থকের কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ পারভেজ মল্লিককে উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/আরাফাত