চব্বিশের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ।
বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। যিনি ৫ আগস্ট পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তিনি এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান।
এ মামলায় এর আগে ২০ জন সাক্ষী সাক্ষ্য দেন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট আসামি ১৬ জন।
এর মধ্যে গ্রেফতার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ছয়জন। এরপর ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়।
এদিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়।
বিডি প্রতিদিন/কেএ