সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আগামী ১ নভেম্বর শনিবারের নির্বাচনের আয়োজন স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে হাইকোর্টের আদেশের কপি নির্বাচন কমিশনের কাছে বৃহস্পতিবার পৌঁছায়নি। এর ফলে পূর্বনির্ধারিত নির্বাচনের দিন অনুযায়ী ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানিয়েছেন, আদালতের নির্দেশনা আসার পর নির্বাচন পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিলেট চেম্বারের নির্বাচনের স্থগিতাদেশ বাতিল করেনি। রিটকারীর পক্ষ থেকে নির্বাচনের স্থগিতাদেশ বহাল রাখার আবেদন করা হয়েছিল। নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলেন, যারা দুটি প্যানেল। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরামের হয়ে অংশগ্রহণ করছিলেন।
উল্লেখ্য, তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। তবে ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ভোটগ্রহণ স্থগিতের খবর নির্বাচন বোর্ডকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        