দীর্ঘ অপেক্ষার প্রহর যেন শেষের পথে পল পগবার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরলেও এখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ফরাসি তারকার। তবে তার নতুন ক্লাব এএস মোনাকোর কোচ সেবাস্তিয়েন পোকোনিওলি আশাবাদী, শিগগিরই মাঠে ফিরবেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
গত জুনে মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হন পগবা। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া এই মিডফিল্ডার চুক্তি স্বাক্ষরের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। তার নিজের ভাষায়, এটি ছিল জীবনের একটি নতুন সূচনা।
ডোপিংয়ের দায়ে চার বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর আপিলে তা দেড় বছরে কমে আসে। দীর্ঘ এই সময়টায় ফুটবল থেকে দূরে ছিলেন পগবা। শেষবার তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে।
মোনাকো কোচ পোকোনিওলি বলেন, 'সবকিছু এখন ভালোভাবেই এগোচ্ছে। আশা করছি খুব শিগগিরই তাকে স্কোয়াডে দেখা যাবে। সে ফিরলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, তার পারফরম্যান্স মূল্যায়নের জন্য।'
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা পগবা ক্লাব ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ইউনাইটেড ও জুভেন্টাসে। তবে পরবর্তী সময়ে ইনজুরি ও শৃঙ্খলাজনিত সমস্যায় তার ক্যারিয়ার খানিকটা বিপথে যায়।
তবু মোনাকো কোচ তাকে নিয়ে আশাবাদী, তবে প্রত্যাশা বাস্তবতার মধ্যে রেখেই। তিনি বলেন,'ম্যানচেস্টার ইউনাইটেড বা প্রথম দফায় জুভেন্টাসের সেই পগবা এখন অতীত। বয়স ও অভিজ্ঞতার কারণে তাকে নতুনভাবে দেখা প্রয়োজন। তবু তার টেকনিক, দৃষ্টিভঙ্গি এখনও অসাধারণ। নিয়মিত ম্যাচ খেললে সে আবার নিজেকে ফিরে পাবে।'
ক্লাব পর্যায়ে ১০টি ট্রফি জয়ী পগবা ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২০-২১ নেশন্স লিগ। তবে ২০২২ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি।
বিডি প্রতিদিন/মুসা