ঝিনাইদহে ক্ষেত থেকে ইসাহাক আলী (৭০) নামে এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ হত্যা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রস্তম আলীর ছেলে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে ও নিহত ইসাহাক আলীর বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার হাত-পা বাঁধা গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ আরও জানায়, জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে দুই সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণে হত্যার ঘটনা ঘটতে পারে কিনা, তা নিয়ে তদন্ত চলছে। তাছাড়া ছেলে বিদেশ থাকায় মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূকে নিয়ে তিনি বসবাস করতেন। পরকীয়া বা অন্য কোনো কারণে ইসাহাক আলী খুন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেশীরা জানান, নিহত রুস্তম আলী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ১৫ বছর আগে তার স্ত্রী মারা গেলেও তিনি আর বিয়ে করেননি। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি করেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এমআই