সিডনির মাউন্ট অ্যানানের লেকসাইড প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (এনডিসিএএএ)-এর বার্ষিক পিকনিক। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রাণবন্ত পরিবেশ ও প্রাণচঞ্চল অংশগ্রহণে মুখরিত ছিল পুরো এলাকা।
সংগঠনের সাধারণ সম্পাদক পুলক পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। দিনব্যাপী এই আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিল নানা ধরনের খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা।
মঞ্চ সঞ্চালনায় ছিলেন জন মার্টিন ও তানিম আল মিনারুল মান্নান। তাঁদের উপস্থাপনায় একে একে সংগীত পরিবেশন করেন একরামুল্লা রাসেল, উমা শংকর, মাসুদ হাসান, নিপুন আলম, তপন ডি কোস্টা, খালিদ হোসেনসহ আরও অনেকে।
দিনটি আরও রঙিন করে তোলে কলেজজীবনের স্মৃতিচারণ, হাস্যরসপূর্ণ আলাপচারিতা ও পারস্পরিক সৌহার্দ্য।
সমাপ্তি বক্তব্যে এনডিসিএএএ’র সভাপতি সায়মন হোসেন বলেন, ‘কমিটির নিরলস পরিশ্রম ও সদস্য-অতিথিদের সরব উপস্থিতি আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে।’
অংশগ্রহণকারীদের মতে, আনন্দ-উল্লাসে ভরপুর এই দিনটি ছিল এক অনন্য অভিজ্ঞতা, যা তাদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সবশেষে আবেগঘন বিদায়ের মাধ্যমে বিকেল ৪টায় পিকনিকের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/জামশেদ