একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ মিমি চক্রবর্তী এবং বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিমি চক্রবর্তীকে আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আর ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে ঊর্বশী রাউতেলাকে। অনলাইন বেটিং প্ল্যাটফর্মটির বিপণনে তাঁরা কীভাবে যুক্ত হয়েছেন এবং এর বিনিময়ে কত অর্থ পেয়েছেন এসব বিষয়ে জানতে চায় ইডি।
এর আগে, একই মামলায় ৪ সেপ্টেম্বর দিল্লিতে ইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে। একইভাবে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয় সুরেশ রায়নাকেও। বেটিং অ্যাপের সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে যোগাযোগ করেছিল, কীভাবে অর্থ লেনদেন হতো এসব তথ্য নিয়েই চলছে জিজ্ঞাসাবাদ।
এছাড়া, এই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকেও সমন পাঠিয়েছিল ইডি। সূত্র জানায়, একাধিক অবৈধ বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্তে এখন পর্যন্ত অন্তত ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, এসব অ্যাপের মাধ্যমে কয়েক কোটি রুপি অবৈধভাবে উপার্জন করা হয়েছে এবং সেই অর্থ পাচার করা হয়েছে। ভারতীয় কেন্দ্র সরকার ইতোমধ্যে এসব অনলাইন বেটিং ও গেমিং অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ইডির কর্মকর্তারা বলছেন, বেটিং অ্যাপগুলোর মাধ্যমে আর্থিক জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের বিস্তৃত চক্র গড়ে উঠেছে। এর সঙ্গে জড়িত জনপ্রিয় তারকারা, যাঁরা প্রচারনায় অংশ নিয়েছেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা