কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগেই রাজনৈতিক উত্তেজনার ছাপ পড়ে যায় দুই দলের আচরণে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের সময় সৌজন্য হ্যান্ডশেক এড়িয়ে যান দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগা।
তবে মাঠের খেলায় পাকিস্তানকে পড়তে হয়েছে আরও বড় পরীক্ষায়। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় দলটি। এরপর ধসে পড়ে একের পর এক উইকেট। ৫০ রানের আগেই হারায় ৪টি, আর দ্রুতই তা গিয়ে দাঁড়ায় ৬৫ রানে ৬ উইকেটে।
প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার বলে সাইম আয়ুব ক্যাচ দেন বুমরাহকে। দ্বিতীয় ওভারে এসে নিজের বলে মোহাম্মদ হারিসকে ফেরান বুমরাহ, ক্যাচ ধরেন হার্দিক নিজেই। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের রান মাত্র ৬/২।
পরে শাহিবজাদা ফারহান ও ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে আসে ৩৮ বলে ৩৯ রানের জুটি। তবে অক্ষর প্যাটেলের বলে ফখর (১৭) তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
চাপে পড়ে যাওয়া পাকিস্তান এরপর হারায় অধিনায়ক সালমান আগাকে। তিনিও অক্ষরের শিকার হন বাউন্ডারির কাছে ক্যাচ দেন অভিষেক শর্মার হাতে। করেন মাত্র ৩ রান (১২ বলে)। এরপর কুলদীপ যাদব পরপর দুই বলে ফেরান হাসান নওয়াজ (৫) ও মোহাম্মদ নওয়াজকে (০), পাকিস্তান পড়ে যায় আরও বড় বিপদে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর: ৬৫/৬। ক্রিজে আছেন শাহিবজাদা ফারহান ও ফাহিম আশরাফ।
বিডি প্রতিদিন/মুসা