কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ চারজন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল সমুদ্র উপকূলে অভিযান চালানো হয়। অভিযানে নিবন্ধনবিহীন একটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৪ জন জেলে আটক হন।
তিনি আরও বলেন, জব্দকৃত বোট এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম