বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে ফাহমিদা আহমেদ সভাপতি ও লাবিন রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ভবিষতে সংগঠনটিকে আরো গতিশীল ও শক্তিশালী করে কিভাবে নারী সাংবাদিকদের পাশে দাঁড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হন শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত। যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ।
কোষাধ্যক্ষ নির্বাচিত হন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা।
প্রবীণ চার নারী সাংবাদিক রাশিদা আমিন, মমতাজ বিলকিস, রোজি ফেরদৌস ও মাহমুদা চৌধুরীকে উপদেষ্টা মন্ডলির সদস্য করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন