এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই বিশাল হারে সুপার ফোরে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল টাইগাররা। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এখন জিততেই হবে। তবে, এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
আবু ধাবিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের দেওয়া ১৪০ রানের টার্গেট শ্রীলঙ্কা ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। শুরুতেই ব্যাটিংয়ে দুই ওপেনার হারিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে বাংলাদেশ। এরপরও জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে শেষ দিকে ১৩৯ রানের সংগ্রহ গড়েছিলো টাইগাররা। তবে পাথুম নিশঙ্কা ও কামিল মিশারা এক ঝলকে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, “শুরুতে উইকেট হারানোর কারণে বড় স্কোর করা সম্ভব হয়নি। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আমাদের ব্যাটিং ইউনিট পুরো ম্যাচে খুব ভালো করিনি।”
তিনি আরও জানান, “ষষ্ঠ উইকেটে শামীম ও আমার জুটি ছিলো ৮৬ রান, যা বাংলাদেশ দলের সর্বোচ্চ ষষ্ঠ উইকেট জুটি। তবে শেষের দিকে আমরা কাঙ্ক্ষিত ঝড় তুলতে ব্যর্থ হয়েছি। গরমের কারণে শরীরও ক্লান্ত ছিল।”
জাকের আলী ব্যাটিংয়ে ওপেনিং জুটির গুরুত্ব তুলে ধরে বলেন, “ওপেনিং এবং নাম্বার থ্রি ব্যাটসম্যানরা ভালো করতে হবে। আমি চাই তারা ভেবেচিন্তে খেলুক।”
দলের আগামী লক্ষ্য নিয়ে জাকের আলী বলেন, “গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই। সুপার ফোরে যাওয়ার আশা এখনো আছে এবং আমরা ট্রফি জেতার জন্যই এই টুর্নামেন্টে এসেছি।”
বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বিডি প্রতিদিন/মুসা