ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে হতাশাজনক ফর্মের মধ্যে লিভারপুল এবার লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেও ছিটকে পড়ল। বুধবার নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে লিভারপুলের ইতিহাসে এমন ধরণের পরাজয় ৯১ বছর পরে ঘটল। শেষবার ঘরের মাঠে তিন গোল খেয়ে কোনো গোল না করার অভিজ্ঞতা লিভারপুলের হয়েছিল ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে। তখন তারা এফএ কাপে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে হেরেছিল।
ম্যাচ শেষে কোচ আর্না স্লটের হতাশা স্পষ্ট ছিল। তিনি বলেন, “সাত ম্যাচের মধ্যে ছয়টি হারের কারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লিভারপুলের মতো দলের জন্য এতগুলো হারের মানে অনেক বেশিই।”
এই ম্যাচে লিভারপুল কোনো গোল করতে পারেনি। তিন তারকা মোহামেদ সালাহ, আলেকসান্দার ইসাক ও ফ্লোহিয়ান ভিয়েৎসকেও কার্যকর হতে দেখা যায়নি।
এখন পর্যন্ত চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে লিভারপুলের খেলা তিনটি ম্যাচই হেরে গেছে। লিগ কাপের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে, আর্সেনাল ব্রাইটন অ্যান্ড হোভকে ২-০ গোলে হারিয়েছে, ম্যানচেস্টার সিটি সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে এবং চেলসি উলভারহ্যাম্পটনকে ৪-৩ গোলে হারিয়েছে।
শেষ আটের কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ক্রিস্টাল প্যালেস আর্সেনালের সঙ্গে মুখোমুখি হবে, নিউক্যাসল ইউনাইটেড খেলবে ফুলহ্যামের বিপক্ষে, ম্যানচেস্টার সিটি লড়বে ব্রেন্টফোর্ডের সঙ্গে এবং চেলসি মুখোমুখি হবে কার্ডিফ সিটির সঙ্গে।
বিডি প্রতিদিন/মুসা