উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি দ্রুতই বেড়ে চলেছে। বিশেষ করে তিস্তা ও দুধকুমর নদের পানি অনেক বেড়েছে। একইসাথে দ্রুত বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি। তবে তিস্তার পানি এখন বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে এবং যেকোন মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রবিবার বিকেলে জানান, গত ২৪ ঘণ্টায় সবকটি নদনদীর পানি ক্রমেই বেড়ে চলেছে। তবে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো জানান, আগামী ২-৩দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং তিস্তা ও দুধকুমর নদের পানি বিপৎসীমা অতিক্রম করে পুনরায় কমতে থাকবে।
এদিকে, আবারো জেলার সবগুলো নদনদীর পানি বাড়ায় নদী পাড়ের মানুষজন এখন দুশ্চিন্তায় রয়েছেন। তিস্তা,দুধকুমর ও ধরলা নদীর পানি বেড়ে এসব এলাকার চরের নিন্মাঞ্চল ও দ্বীপচরের নিম্নাঞ্চলসমূহে পানি উঠেছে। ফলে এখানকার সদ্য রোপনকৃত আমন ধান, শাকসবজি ও অন্যান্য বিভিন্ন ফসল তলিয়ে যেতে শুরু করেছে। এভাবে পানি বাড়লে ওইসব এলাকার ফসলসমূহ সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার আশংকা করছেন তারা।
বিডি প্রতিদিন/এএম