চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনে প্রথম দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করে নির্বাচন কমিশন। এ দিন মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৬ জন কেন্দ্রীয় সংসদের জন্য এবং দুইজন হল সংসদের জন্য ফরম নেন। নির্বাচনের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৮ জনে।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সাতজন, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুইজন করে চারজন এবং বাকিরা অন্যান্য পদে ফরম তোলেন।
সময়সূচি ও নিয়মাবলি
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও জমা : ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা করা যাবে।
ফি : কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারিত।
ডোপ টেস্ট : প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে করানো ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল জমা দিতে হবে।
সহযোগী সংখ্যা : মনোনয়ন নিতে বা জমা দিতে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে আসতে পারবেন।
প্রমাণপত্র : ভোটার তালিকার প্রমাণ, ভোটার আইডি নম্বর, পরিচয়পত্র ও ছবি জমা দিতে হবে।
ভোটার তালিকা
নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন এক হাজার ৭৬৮ শিক্ষার্থী। তবে আলাদাভাবে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা এখনো জানানো হয়নি।
নির্বাচনী তফসিল
মনোনয়ন যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর; প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট; চূড়ান্ত প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর; ভোটগ্রহণ ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ওএমআর পদ্ধতিতে)।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। অনেক প্রার্থী স্বাচ্ছন্দ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। আশা করছি শেষ দিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম চালিয়ে যেতে পারব।
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ আগস্ট নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তবে ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এরপরও মনোনয়নপত্র বিতরণ শুরুর পর আবার শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/কেএ