ঠাকুরগাঁওয়ে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের গ্রাহক মৃত মুসলিম উদ্দিনের মৃত্যুদাবি বাবদ প্রায় ২৩ লাখ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে মৃত মুসলিম উদ্দিনের স্ত্রী আনসারা খাতুনের হাতে চেক হস্তান্তর করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ব্যবসায়ী ও সমাজসেবক এ.এন.এম রোকন উদ্দীন, প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল, জিএম ও ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ