ক্রিকেটসহ সব ধরণের খেলা ও বহুমুখী ব্যবহারের সুযোগ বন্ধ করে এককভাবে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী ক্রীড়া পরিবার ও নোয়াখালী জেলা খেলোয়াড়-সংগঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ খেলোয়াড় ও বিভিন্ন ক্রীড়া সংগঠক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম জেলার সব ধরণের খেলাধুলার প্রাণকেন্দ্র। এই স্টেডিয়ামে শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ নানা ধরনের খেলা এবং অন্যান্য কার্যক্রম হয়ে থাকে। একে এককভাবে ২৫ বছরের জন্য বাফুফে’কে লিজ দেওয়া হলে জেলার খেলাধুলার ক্ষেত্র সংকুচিত হয়ে যাবে এবং ভবিষ্যতে নতুন খেলোয়াড় সৃষ্টি বাধাগ্রস্ত হবে।
বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে বিকল্প সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল