মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় অবস্থিত বসুন্ধরা পেপার মিল-৩ এ আগুনের ঘটনা ঘটেছে। এতে মিলের একটি গোডাউন মালামালসহ ভস্মীভূত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাগজকলের নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাগজকল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মুন্সিগঞ্জের গজারিয়ার আনারপুরায় অবস্থিত দেশের বৃহৎ কাগজকল বসুন্ধরা পেপার মিল-৩ এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কারখানার একটি কাঁচামাল গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে কর্মীদের আপ্রাণ চেষ্টা ও নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ভালোভাবে কাজ করায় আগুন অন্যদিকে ছড়াতে পারেনি। রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশসেরা এই কাগজকলটি।
বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলে আগুনের বিস্তার রোধ করা গেছে এবং দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নিকাণ্ডের শুরু থেকেই ফায়ার ব্রিগেডের কর্মীরা কাগজকল রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাদের চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুনে গুদামে সংরক্ষিত কন্সট্রাকশন গ্লু নন ওভেন ফেব্রিক, পাল্প, সুপার অ্যাবসরনেট পলিমার, বৈদ্যুতিক ক্যাবল, খুচরা যন্ত্রাংশ, গুদামের ভৌত অবকাঠামো ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কাগজকল কর্তৃপক্ষ ও ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে মিলটি পুরোদমে চালু আছে। অন্যান্য ইউনিট থেকে কাঁচামাল এনে উৎপাদন ব্যবস্থা চালু রাখা হয়েছে।