রাজধানীর ভাটারার ছোলমাইদ থেকে পড়ালেখার ভয়ে পালিয়ে যাওয়া দ্বিতীয় শ্রেণির ছাত্র রোহানের (৯) খোঁজ মিলছে না। ২২ অক্টোবর ছোলমাইদ বেপারীবাড়ী এলাকার একটি কোচিং সেন্টার থেকে পালিয়ে যায় শিশুটি। এ ঘটনায় বুধবার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ এখনো শিশুটিকে উদ্ধার করতে পারেনি। শিশুটির মা শেফালি বেগম বলেন, ছোলমাইদ হালিম বেপারীর বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। তাঁর স্বামী রিশান শেখ মামুন রিকশাচালক।
তাঁদের সন্তান রোহান পড়ালেখায় অমনোযোগী। যখনই পরীক্ষার সময় আসে, তখনই পড়ার ভয়ে পালিয়ে যায় এবং রাস্তায় পথশিশুদের সঙ্গে থাকা শুরু করে। এর আগে দুবার পালিয়ে গেলেও দুই-তিন দিনের মধ্যে খোঁজ মিলেছিল। কিন্তু এবার খোঁজ মিলছে না। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় রোহানের ছবিসংবলিত হারানো বিজ্ঞপ্তি বিতরণ করা হয়েছে। তাঁরা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
জিডির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই জ্যোতির্ময় ম ল বলেন, শিশুটিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        