চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় মধ্যরাতে বাড়ি ফেরার পথে থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নুরুকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ভারী আঘাত এবং কোমরে বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে সদরঘাট থানার পোড়াকলোনীর চট্টলা বেকারীর মোড়ে এই ঘটনা ঘটে।
সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বলেন, শনিবার রাতে নুরুল ইসলাম নুরুর ওপর হামলা হয়েছে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা বলেন, অটোরিকশাযোগে নুরু বাড়ি ফিরছিলেন। পোড়াকলোনী সংলগ্ন চট্টলা বেকারির সামনে আওয়ামী সন্ত্রাসী খায়ের, নুর নবীর নেতৃত্বে বাচাসহ অন্যান্যরা তার ওপর হামলা চালায়। আহত নুরুকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। কোমরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
বিডি প্রতিদিন/জামশেদ