পুরুলিয়ার বাঙালি মহিলা পরিচালক অন্নপূর্ণা রায় ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার নেওয়ার সময় ফিলিস্তিন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন। তিনি বলেছিলেন, ‘প্রত্যেক শিশুর শান্তি, স্বাধীনতা এবং মুক্তির অধিকার রয়েছে। তেমনি ফিলিস্তিন শিশুদেরও রয়েছে। এখন সবার উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো।’ উল্লেখ্য, অন্নপূর্ণা রায় ‘সংস অব ফর্গটন ট্রিস’ ফিল্মের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ওরিজন্তি পুরস্কার পান। এদিকে তার মন্তব্য কেন্দ্র করে ভারতের কিছু ইসরায়েলি সমর্থক ক্ষুব্ধ হন।
এর জবাবে ভারতের সংবাদ সংস্থাকে অন্নপূর্ণা বলেন, ‘আমি সব বুঝেই বলেছি। গোটা বিশ্বে যেখানেই অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে বলছি। যদি আমি ফিলিস্তিনের পাশে দাঁড়াই তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হয়। এটা আমি প্রথম বলছি না। আগে রাশিয়ায় এক পুরস্কার নিতে গিয়ে বলেছি। আমি ফিলিস্তিনের গণহত্যা নিয়ে বলবই। যেমন নেপালের সহিংসতা নিয়ে বলবই। যেখানেই অন্যায় হবে তার বিরুদ্ধে বলবই। সেটা কাশ্মীর হোক, মুর্শিদাবাদ হোক বা গুজরাট হোক। আমার প্রযোজক অনুরাগ কাশ্যপ আমাকে নিষেধ করেছিল ফিলিস্তিন নিয়ে না বলতে। আমি শুনিনি।’