তাইওয়ান ইস্যুতে চীন আবারও কঠোর অবস্থান জানিয়েছে। দেশটির সরকার বলেছে, প্রয়োজনে তাইওয়ানের বিরুদ্ধে বলপ্রয়োগের পথ তারা বন্ধ করছে না। তবে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলনের সুযোগও খোলা রাখছে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখে এবং দীর্ঘদিন ধরেই বলছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তারা দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবে।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র পেং ছিং এন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে প্রস্তুত। কিন্তু প্রয়োজনে বলপ্রয়োগের পথ আমরা ত্যাগ করব না।’ তিনি আরও বলেন, এক দেশ, দুই ব্যবস্থা নীতির ভিত্তিতে সমস্যার শান্তিপূর্ণ সমাধানই আমাদের মূল লক্ষ্য। এই নীতির অর্থ হলো- একটি দেশের অধীনে ভিন্ন ভিন্ন শাসনব্যবস্থা চালু রাখা, যেমন চীন হংকং ও ম্যাকাওয়ে করে থাকে। -অনলাইন
তাইওয়ান সরকার স্পষ্ট জানিয়েছে, তারা বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করছে। উল্লেখ্য, চীনের শীর্ষ নেতা ও কমিউনিস্ট পার্টির কর্মকর্তা ওয়াং হুনিং সম্প্রতি এক ভাষণে বলপ্রয়োগের কথা না বলে পুনর্মিলনের সুফল তুলে ধরেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        