ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের (সিওপি৩০) সঙ্গে সম্পর্কিত কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠান সামনে রেখে বড় অপরাধী দলগুলোর বিরুদ্ধে চালানো পুলিশি অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, রিওতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো সামনে রেখে পুলিশ প্রায়ই অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে থাকে। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি ২০১৬-র বিশ্ব অলিম্পিক, ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন ও চলতি বছরের জুলাইয়ে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছিল। আগামী সপ্তাহে রিওতে জলবায়ু সংকট মোকাবিলা নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মেয়রদের শীর্ষ সম্মেলন ‘সি৪০’ ও ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের ‘আর্থশট পুরস্কার’ প্রদান অনুষ্ঠান হয়।-রয়টার্স
প্রিন্স উইলিয়ামের ওই অনুষ্ঠানে পপ তারকা কাইলি মিনোগ এবং ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের মতো খ্যাতিমানদের উপস্থিত থাকার কথা রয়েছে। চলতি বছরের ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের আমাজন নদী তীরবর্তী বন্দর শহর বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন সিওপি৩০ অনুষ্ঠিত হবে। রিও ডি জেনেইরোর অনুষ্ঠানগুলো সিওপি৩০ এর প্রস্তুতির অংশ। রিওর গভর্নর ক্লাউডিও কাস্ত্রো মঙ্গলবার পুলিশি অভিযানে ৬৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা আছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ অভিযান নিয়ে কাস্ত্রো লিখেছেন, ‘আমরা দৃঢ়ভাবে মাদক সন্ত্রাসের মোকাবিলা করছি।’ তিনি জানিয়েছেন, নগরীটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আলেমাও এবং পেনহা ফাভেইলা কমপ্লেক্সজুড়ে চালানো এসব অভিযানে ২৫০০ নিরাপত্তা সদস্য অংশ নিয়েছেন। রিওর সমুদ্রতীরবর্তী পাহাড়গুলোর ঢালে ঘনবসতিপূর্ণ দরিদ্র এলাকাগুলো হলো ফাভেইলা। মঙ্গলবার সকালে অভিযানরত পুলিশের সাঁজোয়া যানগুলোর গতি শ্লথ করার উদ্দেশ্য নিয়ে অপরাধী দলগুলোর সদস্যরা অনেক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসব জ্বলন্ত গাড়ি থেকে ওঠা ধোঁয়া সকালে নগরীর দিগন্তরেখা ওপর দিয়ে উঠতে দেখা যায়। এ সময় মুহুর্মুহু গুলির শব্দে চারদিক কেঁপে উঠছিল। পুলিশ যেসব ভিডিও প্রকাশ করেছে সেগুলোতে দেখা গেছে, সন্দেহভাজনরা পুলিশের বিরুদ্ধে গ্রেনেড সজ্জিত ড্রোন ব্যবহার করছে। এসব ভিডিও ফুটেজে অভিযান চলাকালে সশস্ত্র ব্যক্তিদের নিকটবর্তী একটি বনে পালিয়ে যেতে দেখা গেছে। -রয়টার্স
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        