নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক মো. মিজান শেখ (২৭) রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চালক মিজান নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের মোবারক শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিজান ও তার সহকারী মো. ওয়াসিম (২৪) কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট ১৫৮৫৫০) ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। ভোর রাত সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর ফাঁকা রাস্তায় পৌঁছলে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধের চেষ্টা করে। এ সময় চালক কাভার্ড ভ্যান নিয়ে মহাসড়কের ছোট যান চলাচলের জন্য নির্ধারিত পার্শ্বসড়কে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর আরেকটি ছোট পিকআপ ভ্যান সামনে গিয়ে ওই কাভার্ড ভ্যানের গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ড ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েই তদন্তে নেমেছি। তবে রাতে ঘটনা ঘটলেও চালক পুলিশকে জানিয়েছে সকাল ১১টার পর। তাছাড়া তার কথাতেও বেশকিছু অসংলগ্নতা রয়েছে। বিষয়টি প্রকৃতই ডাকাতি নাকি চুরি সেটা তদন্তে এবং প্রকৃত দায়ীদের আটক করতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম