ফেডারেশন কাপ ফুটবলে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান একই গ্রুপে পড়েছে। গতকাল পেশাদার লিগ কমিটির ব্যবস্থাপনায় এ ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান, ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্লাব। ‘এ’ গ্রুপে খেলবে ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, ইয়ংমেন্স ফকিরেরপুল ও নবাগত পিউব্লিউডি। তুলনামূলক বিচার করলে ‘বি’ গ্রুপকে ডেথ গ্রুপ বলা যায়। শক্তির বিচারে কিংস টপ ফেবারিট হিসেবেই চিহ্নিত হবে। তাদের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে খেলা নিশ্চিত বলা যায়। বাকি দলগুলোর মধ্যে মোহামেডান, পুলিশ ও ফর্টিসের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার নতুনভাবে পেশাদার লিগে উঠে আসা টুর্নামেন্টের সাবেক রানার্সআপ আরামবাগকেও তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না।
ফেডারেশন কাপে সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর পরবর্তী রাউন্ডে খেলাটা সমস্যা হওয়ার কথা নয়। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। ফকিরেরপুল বা নবাগত পিডব্লিউডির কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। আবাহনী, ব্রাদার্স ও রহমতগঞ্জের মধ্যে যে কোনো দুটি দলই কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা বেশি। গত আসরের মতো গ্রুপ পর্বের দুই চ্যাম্পিয়ন দল ফাইনাল ওঠার ম্যাচে মুখোমুখি হবে। দুই রানার্সআপ দল লড়বে কোয়ালিফায়ারে। যারা জিতবে তারা খেলবে দুই গ্রুপ চ্যাম্পিয়ন পরাজিত দলের সঙ্গে। জয়ী দল ফাইনালে জায়গা করে নেবে। গতবারে মোহামেডান গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল। ফাইনাল খেলেছিল কিংস ও আবাহনী। এবারও ফেডারেশন কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়নদের সেই শঙ্কা থেকেই যাচ্ছে। কিংস তো আছেই, পুলিশ বা ফর্টিসও তাদের বাধা হয়ে দাঁড়াতে পারে। বাফুফের সিনিয়র সহসভাপতি, পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সভাপতিত্বে গতকাল বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। ১০ এপ্রিল ফাইনাল। প্রতি সপ্তাহের মঙ্গলবার কিংস অ্যারিনা ও কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ফিকশ্চার এখনো চূড়ান্ত হয়নি।
গ্রুপ এ
ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, ইয়াংমেন্স ফকিরেরপুল ও পিডব্লিউডি
গ্রুপ বি
বসুন্ধরা কিংস, ঢাকা মোহামেডান, পুলিশ এফসি, ফর্টিস এফসি ও আরমাবাগ