যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের দামামা ইতোমধ্যে বাজতে শুরু করেছে। সেই সঙ্গে প্রিয় দলের প্রিয় তারকারা খেলবেন কি না তা নিয়েও অপেক্ষায় ভক্তরা। তার মধ্যে অন্যতম কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তিনি আসন্ন ৪৮ দলের বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে কৌতূহলের শেষ নেই। ইন্টার মায়ামি তারকাও ঠিক করতে পারেননি তিনি খেলবেন কি না। এ বিষয় নিয়ে তার বক্তব্য আগের মতোই। আটবারের ব্যালন ডি‘অর জয়ী মেসি আশা করছেন আসন্ন বিশ্বকাপে খেলবেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। শতভাগ ফিট থাকার ওপর নির্ভর করছে বিশ্বকাপ খেলা। সোমবার এনবিসি নিউজে প্রচারিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বিশ্বকাপে খেলা এক অসাধারণ অভিজ্ঞতা এবং আসন্ন আসরে খেলার ইচ্ছা জানিয়ে মেসি বলেন, ‘আগামী মৌসুমে ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিনের ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করব। আমি সত্যিই আগ্রহী, কারণ এটি বিশ্বকাপ। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, ফলে শিরোপা রক্ষা করা হবে এক অসাধারণ ব্যাপার। আশা করি, সৃষ্টিকর্তা আমাকে আবার সেই সুযোগ দেবেন।’ এর আগে গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতির সময় মেসি বলেছিলেন, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করবেন তিনি।
ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত মূলত নির্ভর করবে তার ফিটনেস ও মানসিক অবস্থার ওপর। ২০২৫ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছেন।