প্রত্যাশা ছিল ঘরের মাঠে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। অথচ ফাইনালই খেলতে পারেনি আফগানিস্তানের কাছে হেরে। আশা ছিল তৃতীয় হয়ে কিছুটা মান রক্ষা করবে স্বাগতিকরা। তাও হলো না। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরে যায় বাংলাদেশ। ফলে আসরে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০ পয়েন্টে জয়ী হয়ে তৃতীয় স্থান দখল করে অথচ রাউন্ড রবিন লিগের খেলায় শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ।
কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। গতকাল তারা ফাইনালে পরাজিত করেছে আফগানিস্তানকে।