অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে আঘাত পান শ্রেয়াস আইয়ার। হার্শিত রানার বলে অ্যালেক্স কেরির ক্যাচ নিতে দৌড়ানোর সময় পড়ে যান তিনি। এতে তার প্লিহা ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হলে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় ভারতীয় দলের সহঅধিনায়ককে। ভর্তি করা হয় সিডনির একটি হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আইয়ার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। গতকাল সূর্যকুমার জানান, আগের দিন আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি ফোনে নিজেই কথা বলছেন ও বার্তা পাঠাতে পারছেন।
আহত হওয়ার পর আইয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘যদি সে ফোনে রিপ্লাই দিতে পারে, তার মানে অবস্থার উন্নতি হচ্ছে। ডাক্তাররা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। কয়েকদিন তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে।’ এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান ড. দিনশও পার্ডিওয়ালা মাঠের চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এ ছাড়া আইয়ারের পরিবারের সদস্যরা দ্রুত সিডনিতে পৌঁছে তার সুস্থতার জন্য পাশে থাকতে পারবেন।