ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রিমুখী সংঘর্ষে দুলাল মিয়া নামে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার গ্রামের সরুজ মিয়ার ছেলে। দুর্ঘটনায় দুলাল মিয়ার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০) আহত হয়েছেন।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার শিবপুর এক আত্মীয়ের বাড়ি থেকে দুলাল মিয়া মোটরসাইকেলযোগে শ্যালিকা ঝর্ণা বেগমকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুলাল মিয়া। আহত ঝর্ণা বেগমকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন