গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দুই নারীসহ চার যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাসানী সেতু হয়ে পাঁচপীর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আটজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে সেতুর অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তিনি আরও জানান, সেতু চালুর পর থেকেই ওভার স্পিড ও উল্টো পথে মোটরসাইকেল চলাচলের কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে। তাই সেতু পারাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক