চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রুমঘাটা এলাকা থেকে সুভাষ দেবনাথ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানবাজার আবাসিক এলাকায় একটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর জন্য নির্মিত টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুভাষ নগরীর হাজারী গলি এলাকার বাসিন্দা। তিনি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।
নিহতের ছোট ভাই প্রণব দেবনাথ জানিয়েছেন, তার ভাই রুমঘাটা দেওয়ানবাজার এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। প্রায়ই পারিবারিক দ্বন্ধের জেরে বাড়ির বাইরে থাকতেন। সপ্তাহখানেক আগেও একটি বিষয় নিয়ে ঝামেলার পর থেকে বাসায় যাচ্ছিলেন না তিনি। এরপর আজ পুলিশের কাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পান তারা।
কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ইকবাল জানান, অন্তত ৭-৮ দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম