চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, সূর্যের আলো নিয়ে চাঁদ আলো দেয়, তেমনি জেলা প্রশাসনের সহকারীরা সূর্যের মতো কাজ করছে, তাই আমরা চাঁদের মতো জনগণের সেবায় কাজ করতে পারি। তবে তাদের কাজের পরিধি অনুযায়ী পদোন্নতি হয় না।
তিনি এই যৌক্তিক দাবির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
শনিবার নগরীর কাজীর দেউড়ি অফিসার্স ক্লাব-এ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে জেলা প্রশাসক এ মন্তব্য করেন।
সম্মেলন কেন্দ্রীয় আহ্বায়ক এস.এ. আরিফ হোসেন এর সভাপতিত্বে, সহ-সভাপতি নূরুল মুহাম্মদ কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজির মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশ্রাফুল ইসলাম।
সম্মেলনে বাকাসসের তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবির মধ্যে ছিল ২০২১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী আটটি পদ একীভূত করে “সহকারী প্রশাসনিক কর্মকর্তা” পদে রূপান্তর করা, ২০১০ সালের প্রজ্ঞাপন অনুসারে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পুনরায় “কম্পিউটার অপারেটর” পদে রূপান্তর করা এবং পদোন্নতিতে জ্যেষ্ঠতা নির্ধারণে সমতা নিশ্চিত করা।
সভায় উপস্থিতরা জেলা প্রশাসনের সহকারীদের অবদান এবং তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান।
বিডি প্রতিদিন/হিমেল