পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি থানার মালিরবাগান এলাকায় অদ্ভুত এক ঘটনা ঘটেছে। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে সাগর মালিক নামের এক যুবক তার তিন বন্ধুদের সাহায্যে ইউটিউব দেখে বোমা বানিয়ে প্রেমিকার বাড়ির সামনে ফাটায়। উদ্দেশ্য ছিল, বোমার শব্দে প্রেমিকা বাইরে আসবে এবং তার সঙ্গে কথা বলার সুযোগ পাবে।
ঘটনাটি ঘটে ২৮ অক্টোবর ছটপূজোর রাতে। বোমা প্রেমিকার বাড়ির পাশের একটি বাড়িতে আঘাত হানে, জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে, স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বের হন। পুলিশের কাছে খবর পৌঁছানোর পর সিসিটিভির সাহায্যে সাগর ও তার তিন বন্ধু ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন- সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল এবং আয়ুষ যাদব। সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা ঘটনার পর কল্যাণী পালিয়ে যায়। পরে মোবাইল ফোন ও সিসিটিভির সূত্র ধরে তাদের ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় কাউন্সিলর স্বপন কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল