ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার (১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে দলীয় ও পারিবারিক উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, এবং অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।
সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে মসিউর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে তারা সুরা ফাতিহা পাঠ ও দোয়া করেন তাঁর আত্মার মাগফিরাত কামনায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মীর রবিউল ইসলাম লাভলু, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন আলম, তাইজাল হোসেন, শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মনিরুল ইসলাম, সোমেনুজ্জামান সোমেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিকালে ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অন্যদিকে, পারিবারিক উদ্যোগে বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেত্রী ও প্রয়াত মসিউর রহমানের সহধর্মিণী মাহবুবা রহমান।
প্রয়াত নেতার বড় ছেলে ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইব্রাহীম রহমান বাবু জানান, ‘আমার পিতার স্মৃতিকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা জোগায়।’
বিডি-প্রতিদিন/জামশেদ