চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা এলাকা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল খালেক বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন পাওয়া আসামি আব্দুল খালেক বাঁশখালীর ইলশা এলাকায় অবস্থান করার খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক