“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এর আগে, সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশ গড়ার জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে সে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সমবায় শক্তির কোন বিকল্প নেই।
তিনি বলেন, যারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন আমরা যদি আমাদের দেশের কালচার চিন্তা করি তাহলে আমাদের অবস্থান অনেক দৃঢ়। আমাদের মধ্যে সম্পর্ক অনেক দৃঢ়। আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে সমবায়ের শক্তির উপর ভিত্তি করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই। আমরা বিশ্বাস করি আমরা সেটা আমরা করতে পারবো।
এসময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা মো. আবু জাফর মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও নারায়ণগঞ্জ কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া