গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সমবায়ী শেখ সজিব, সুধন্য ঘরামী, নিউটন বাড়ৈ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক শ্রেষ্ঠ সমবায়ী ও বিশিষ্ট সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস তুলে দেন।
বিডি প্রতিদিন/এএম