‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জ্যোতি কৃষ্ণায়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান।
এছাড়া সফল সমবায়ী হিসেবে বক্তব্য দেন ঐক্য পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুর আলম সিদ্দিকী, গণ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ফরতাজ আলী, ইউনাইটেড কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দুলু মিয়া এবং নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি শারমীন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সমবায় সমিতি মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূলে সামাজিক অবক্ষয় রোধে সমবায় সমিতিগুলোকে সোচ্চার হতে হবে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়।
আলোচনা শেষে সফল তিন সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সমিতিগুলো হলো— নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি, বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এবং রজনীগন্ধা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।
বিডি-প্রতিদিন/মাইনুল