নোয়াখালীতে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার ও অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে অসহায় ও প্রতিবন্ধী নারী-পুরুষদের মধ্যে ৫টি হুইলচেয়ার, ২০০টি ব্যালেন্স লাঠি, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার জন্য ৭টি সিলিং ফ্যান এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পেন্সিল বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আফরোজা রহমান নিপা, সাবেক সভাপতি রওশন আরা বেগম মেরী, সহ-সভাপতি মোশাররফ সবুর ময়না, সাধারণ সম্পাদক লাভলী আহমেদ, সদস্য কাজী নীনা লায়লা, সারজানা রেজা, কল্পনা খান, রিয়াজউদ্দিন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার জানে আলম এবং ডা. শাহাদাত হোসেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/জামশেদ