“খেলাধুলায় মন, মাদককের বিরুদ্ধে করি পণ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মাদকবিরোধী ক্রিকেট ম্যাচ। শনিবার (১ নভেম্বর) হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় দুই প্রজন্মের দুই দল— এসএসসি ২০২০ ব্যাচ ও এসএসসি ২০২৬ ব্যাচ।
খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং নেয় নবীন দল ২০২৬ ব্যাচ। নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করে ৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর। তবে অভিজ্ঞতায় ভর করে লক্ষ্য তাড়া করতে নামে ২০২০ ব্যাচ। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় তারা।
পুরো ম্যাচজুড়ে দর্শকদের উল্লাসে মুখরিত ছিল মাঠ। স্থানীয় তরুণ-যুবক ও শুভসংঘের সদস্যরা খেলোয়াড়দের প্রাণভরে উৎসাহ জুগিয়েছেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। বিশেষ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন— ম্যান অব দ্য ম্যাচ: আবু সাঈদ, সেরা ব্যাটার: সিয়াম, সেরা বোলার: আল শাহরিয়ার বিবেক, সেরা ফিল্ডার: সুয়াদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন। তিনি বলেন—“খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখার এক শক্তিশালী মাধ্যম। বসুন্ধরা শুভসংঘ শুধু সমাজসেবা নয়, তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল পথে এগিয়ে নিতে কাজ করছে। আমরা চাই মাদকমুক্ত, প্রাণবন্ত এক হালুয়াঘাট গড়ে তুলতে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সভাপতি: জিহাদুজ্জামান শিহাব, সহ-সভাপতি: আল শাহরিয়ার বিবেক, আব্দুল্লাহ আল-মামুন, রবিউল হাসান, আবু সাঈদ, মুস্তাফিজুর রহমান মুন্না, আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল-তামিম, আরাফ তাসিন, সুজিত, ফাহিম ইসলাম শুভ, প্রচার সম্পাদক: ওহেদুজ্জামান সাদমান।
বসুন্ধরা শুভসংঘ কেবল মানবিক সহায়তার হাতই বাড়িয়ে দেয় না, বরং তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে নিতে অবিরাম কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/তানিয়া