নগরীর হোটেল আগ্রাবাদ এলাকা থেকে স্ট্যাম্প জালিয়াতি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর হোসেন (৪৮) এবং মো. নুরুল ইসলাম ওরফে আরিফ (৩৭)। আলমগীর ফেনীর ফাজিলপর ইউনিয়নের কালাছড়া এলাকার হারুন অর রশিদের এবং আরিফ একই এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল আগ্রাবাদ এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে দুজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ পাতার জাল (প্রতি পাতায় ৪০ করে) মোট দশ হাজার জালিয়াতি স্ট্যাম্প (যার মূল্য ২ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। তাছাড়া দুজনের কাছ থেকে দুটি অ্যানড্রয়েড মোবইল (সিমসহ) জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম