বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির উদ্দিন পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার দুই স্ত্রীসহ স্বজনরা মানববন্ধন করেছেন। গতকাল নগরীর কাশিপুরে বন কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে অংশ নেওয়া বগুড়া থেকে আসা স্ত্রী নাসরিন বেগম অভিযোগে বলেন, বিভাগীয় বন কর্মকর্তার পদ ব্যবহার করে তিনি ১৭টি বিয়ে করেছেন। এ ছাড়া বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে অনেক। ২০১৮ সালে তাকে বিয়ে করে তার অর্থনৈতিক, সামাজিক ও শারীরিক ক্ষতি করেছে। এটা বন্ধ হওয়া উচিত। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপর স্ত্রী খাদিজা আক্তার বলেন, কবির উদ্দিন পাটোয়ারী বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রতারণা করেন। বিয়ের পর বিষয়টি জানতে পেরেছি। মেয়েরা প্রতারিত হয়েছে। তার সুষ্ঠু বিচার হোক। ভবিষ্যতে তিনি যেন কোনো মানুষের, কোনো মায়ের ও বোনের ক্ষতি না করতে পারে এটাই চাওয়া তার। খাদিজা বলেন, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি তাকে বিয়ে করার পর বাবার বাড়ির সম্পদ দাবি করেন। না দিলে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর তিনি মন্ত্রণালয়ে অভিযোগ করেন। মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি এসেছে। তারা সাক্ষ্য নেওয়ার জন্য আসতে বলেছে। তাই এসেছি। কিন্তু তদন্ত কমিটি সাক্ষ্য নেয়নি। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা কবির উদ্দিন পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলার অনুরোধ করেন।