নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
এদিকে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বিএনপির তিন কর্মীর। নোয়াখালীতে নিহতরা হলেন অটোরিকশার চালক শাহ আলম খোকন, যাত্রী সুলতান আহমদ সুমন, নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলা শহর মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। কবিরহাট আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও তিন যাত্রী মারা যান। এ ছাড়া আরও দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি বলেন, বেলা আনুমানিক আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। তিনজন নারী, তিনজন পুরুষ। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার সত্যতা ও উদ্ধার কার্যক্রমের সহযোগিতার বিষয়টি জানিয়েছেন কবিরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আলম।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন বিএনপি কর্মী নিহত : বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলায় বাবুরবাড়ি এলাকায় তারা নিহত হন। তারা উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী। নিহতরা হলেন- জামির ইজারাদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।
জানা যায়, রামপাল উপজেলার বালুর মাঠে বিএনপির সভায় যোগ দিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে বাবুরবাড়ি এলাকায় ট্রাকের চাপায় তারা নিহত হন।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।