জামায়াতের সহকারী সেক্রেটারী ও বরিশাল-৫ আসনের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, আমাদের দেশের জনগণের পালস্ বুঝতে হবে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোনো অবস্থাতেই মেনে নিবে না। যার প্রমাণ হল বৃহৎ ক্যাম্পাসসমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করছেন, আমরা বলতে চাই এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নিবে না।
শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
মহানগরীর যুব বিভাগের নির্বাচনী ওই সভায় তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গণহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে।
মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল