ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গ্রামীণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে এবং উপজেলা পর্যায়ের ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।
এই মন্তব্য তিনি করেছেন ভোলার বোরাহনউদ্দিন উপজেলার প্রত্যন্ত দালালপুর গ্রামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে।
ড্যাব সহ-সভাপতি আরও বলেন, চিকিৎসকের অভাবে গ্রামের মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকার দরিদ্র মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছর ধরে তৃণমূল পর্যায়ে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছেন এবং প্রত্যেক সামর্থ্যবান মানুষের দায় আছে সমাজ ও দেশের জন্য কিছু করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খোকন চৌধুরী, ডা. বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামে হোসেন চৌধুরী বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকার শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সার্বিক সহায়তায় ক্যাম্পে ১৮ জন নবীণ ও প্রবীণ চিকিৎসক অংশ নিয়েছেন। এতে শতশত মানুষ বিনামূল্যে রোগ নির্ণয়, ঔষধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী পেয়েছেন।