দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’। সিনেমাটি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় বানিয়েছে; আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ফেরেশতে’।
প্রয়োজক ও এই সিনেমার অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। পরিচালক সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন এই চলচ্চিত্রটিকে।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজনা করেছেন জয়া আহসান। বর্তমানে কলকাতায় আছেন এই অভিনেত্রী। গত ৭ সেপ্টেম্বর সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন তিনি। কলকাতার কিছু কাজ সেরে এই সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে জয়ার। এরপর নামবে সিনেমার প্রচার কাজে।
নির্মাণের পর সিনেমাটি দেখানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি পুরস্কারও জিতেছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’।
জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। ‘ফেরেশতের’ চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ